জেনে নিন ইফতারের দোয়া
ইফতারের আগে ইফতারের দোয়া পরতে হয় সকল মুসলমান ভাই ও বোনেদের। এটা আমরা মুসলমানরা সবাই জানি। কিন্তু অনেকে আবার ইফতারে দোয়া পারে না কিংবা অনেকে সহিহ শুদ্ধভাবে পড়তে পারি না। তাই যারা ইফতারের দোয়া পারেন না অথবা সহিহ শুদ্ধভাবে পড়তে আসছেন। তাদের জন্য আজকের এই পোষ্টটি। কারণ আজকে আমি আপনাদের ইফতারের দোয়া শুদ্ধভাবে লিখে দিব। আর এগুলা পড়লে আপনার ইফতারের দোয়া সহজেই মুখস্ত করতে পারবেন। তো চলুন শুরু করি।
![]() |
জেনে নিন ইফতারের দোয়া |
ইফতারের দোয়া
নিচে ইফতারের দোয়া বাংলা উচ্চারণে দেওয়া হলোঃ
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।
নিচে ইফতারের দোয়া আরবি উচ্চারণে দেওয়া হলোঃ
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
(ইফতারের দোয়া) অর্থ
হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
ইফতারের দোয়া অর্থ
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর "বিসমিল্লাহি ওয়া'আলা বারাকাতিল্লাহ" বলে ইফতার করা।
আশাকরি আপনারা এই পোস্টের মাধ্যমে ইফতারের দোয়া মুখস্থ করতে পেরেছেন। ধন্যবাদ