ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়?

বর্তমান বিশ্বে ওয়েব ডিজাইন হলো সবথেকে চাহিদা সম্পন্ন খাতের একটি। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে বর্তমানে এই খাতে। হওয়াটাই স্বাভাবিক কারন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য একটি ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক হয়ে গেছে বর্তমানে।

এর মূল কারন মানুষের অনলাইন নির্ভরতা। মানুষ এখন অনলাইনে সব কাজ করাকেই বেশি সুবিধাজনক মনে করছে। আর এইসব ওয়েবসাইট বানানো এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক লোক প্রয়োজন। মূলত একারনেই ওয়েব ডিজাইন এতো চাহিদাসম্পন্ন একটি খাত।

এবার ঘরে বসেই শিখে ফেলুন - ওয়েব ডিজাইন

যাহোক বেশির ভাগ মানুষের ধারনা, ওয়েব ডিজাইন অনেক কঠিন একটি কাজ এবং এর জন্য নির্দিষ্ট ডিগ্রীর প্রয়োজন হয়। কিন্তু সত্যিটা হচ্ছে এর কোনোটাই লাগে না। শুধু ইচ্ছাশক্তি এবং একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন থাকলেই আপনিও ওয়েব ডিজাইন শিখতে পারবেন। এই অনুচ্ছেদটি আপনাকে শিখাবে ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়। পাশাপাশি এ বিষয়ক অনেক অজানা বিষয় আপনাকে জানতে সাহায্য করবে।

অবশ্য আপনি চাইলে বিভিন্ন কোর্স করেও ওয়েব ডিজাইন শিখতে পারেন। ওয়েব ডিজাইন কোর্স করতে চাইলে এখানে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। যাহোক দেরি না করে চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক।

ওয়েব ডিজাইনিং কি?

একটি ওয়েবসাইট বানানো এবং সেটিকে পরিচালনা সংক্রান্ত সকল কাজকেই ওয়েব ডিজাইনিং বলে। ছোট খাটো সকল ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই একটি ওয়েবসাইট অপরিহার্য হয়ে উঠেছে। এছাড়াও নিজস্ব ব্লগ আপলোড করার জন্যেও মানুষ ওয়েবসাইট বানিয়ে থাকে।

আপনি অনলাইনে একটা খাবার অর্ডার করবেন? আপনাকে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনি অনলাইনে শপিং করবেন? অনলাইনে পত্রিকা পড়বেন? কোনো চাকুরির জন্য আবেদন করবেন? ইত্যাদি সকল ক্ষেত্রেই আপনাকে একটি না একটি ওয়েবসাইটের সহায়তা নিতে হবে।

এই সকল ওয়েবসাইট বানিয়ে সেটাকে সুন্দর ভাবে সাজানো এবং বাকি সব কার্যক্রম পরিচালনার কাজকে মূলত ওয়েব ডিজাইনিং বলে। এক্ষেত্রে যারা ওয়েব ডিজাইন করে তাদের কে ওয়েব ডিজাইনার বলে। ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে বিভিন্ন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

এর জন্য আপনার বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন নেই। শুধু আপনার ইচ্ছা শক্তি এবং কম্পিউটার বিষয়ক মৌলিক জ্ঞান কাজে লাগিয়ে আপনি এই খাতে বেশ ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। চলুন জেনে আসি ওয়েব ডিজাইন শিখতে হলে কি কি দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে হবেঃ

Photoshop (ফটোশপ):

একটি ওয়েবসাইট বানাতে হলে প্রথমেই আপনার যে জ্ঞান দরকার তা হলো ফটোশপের মৌলিক জ্ঞান। বিভিন্ন টেমপ্লেট, ছবি, পোস্টার ইত্যাদি বানানো আগে থেকেই ফটোশপে শিখে নিতে হবে। ভবিষ্যতে আপনার ওয়েবসাইটে কোনো কিছু পাবলিশ করতে হলে এই ফটোশপ বিষয়ক জ্ঞান আপনার সবার প্রথমে দরকার হবে।

HTML (এইচটিএমএল):

HTML এর পূর্ণরুপ হচ্ছে Hyper Text Markup Language. এটি মূলত একটি Markup Language যেটি দারা বিভিন্ন ধরনের ওয়েব পেজ বানানো হয়। এটা হচ্ছে মৌলিক কোডিং এর ভাষা। আপনি চাইলেই খুব সহজেই এই ভাষাটি রপ্ত করে একটু ওয়েব পেজ বানাতে পারেন।

CSS (সি এস এস):

CSS এর পূর্ণরূপ হলো Cascading style sheet। HTML এর মাদ্ধমে খুব সহজেই আপনি একটু ওয়েব সাইট গঠন করতে পারবেন। কিন্তু সেই ওয়েবসাইট টা সুন্দর করে সাজানো এবং গোছানোর কাজ করে থাকে এই CSS। এই প্রোগ্রামিং ভাষাটি HTML এর থেকে তুলনা মুলক ভাবে কঠিন। বেশ কিছুদিন সময় লাগবে এই ভাষাটি ভালো ভাবে রপ্ত করতে।

JavaScript (জাভাস্ক্রিপ্ট):

JavaScript হচ্ছে এডভান্স লেভেলের প্রোগ্রামিং ভাষা। এটি মূলত ওয়েবসাইটের মাল্টিমিডিয়া কন্ট্রোলিং, এনিমেশন তৈরি, এবং যাবতীয় দরকারি কাজ এর জন্য ব্যবহৃত একটি ভাষা। একজন দক্ষ এবং পেশাদার ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে এই বিষয়ক জ্ঞান এবং দক্ষতা অবশ্যই রাখতে হবে।

এই ছিলো মূলত ওয়েব ডিজাইনের সকল জরুরি দক্ষতা ও জ্ঞান গুলো যা আপনাকে লব্ধ করতে হবে আপনি যদি একজন দক্ষ ও পেশাদার ওয়েব ডিজাইনার হতে চান।

ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়?

একটি ওয়েবসাইট ডিজাইন করা অবশ্যই একটি কঠিন কাজ। অনেক ধৈর্য ও শ্রমের প্রয়োজন এই ওয়েব ডিজাইনিং সেক্টরে কাজ করার জন্য। ৩৮% মানুষ একটি ওয়েব সাইটে ঢুকে সেখান থেকে বার হয়ে যায় শুধু মাত্র খারাপ লে আউটের জন্য। অতএব বুঝতেই পারছেন এক্ষেত্রে কাজ করতে হলে আপনাকে যথেষ্ট সৃজনশীলতার পরিচয় দিতে হবে।

তাছাড়া আপনার ডিজাইনকৃত ওয়েবসাইট টিতে পর্যাপ্ত ভিজিটর আসবে না। যাহোক, এখানে আমরা ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় তার একটি পরিপূর্ণ প্রক্রিয়া আলোচনা করছি। একটি পরিপূর্ণ ওয়েব সাইট বানাতে, উপরে যে জ্ঞান এবং দক্ষতা গুলা আলোচনা করেছি সেগুলো পরিমিত পরিমানে রপ্ত করে নিচের প্রক্রিয়াটি পর্যায়ক্রমিক পদক্ষেপ অনুযায়ী অনুসরন করুনঃ

ওয়েবসাইটির মূল উদ্দেশ্য ও কৌশল খুজে বের করাঃ

একটি ওয়েব সাইটের মূল উদ্দেশ্যের উপরে নিভর করে ওয়েবসাইট টি কেমন হবে। এজন্য প্রতিটি ওয়েবসাইট বানানোর আগে খুব ভালো ভাবে জেনে নেওয়া উচিত যে ওয়েব সাইটটি বানানোর পেছনে মূল উদ্দেশ্য কি। ব্যবসায়িক ওয়েবসাইট গুলো দেখতে ভিন্ন হয়।

পাশাপাশি এর কাজও অনেক ক্ষেত্রে ভিন্ন হয় অন্য সব ওয়েসাইটের থেকে। ব্লগিং এর জন্য যেসব ওয়েবসাইট গুলো বানানো হয় সেগুলো খুব বেসিক ডিজাইন দিয়ে বানানো হয় যেন ওয়েবসাইটটি খুব ফাস্ট হয়, যেন এক পেজ থেকে অন্য পেজে যেতে সময় খুব কম লাগে।

পাঠকদের যদি এক পেজ থেকে অন্য পেজে যেতে অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে খুব দ্রুত ওই ওয়েবসাইট থেকে বার হয়ে যাবে তারা। অন্য দিকে ব্যবসায়িক বা অনলাইনে পন্য বিক্রয়ের জন্য যেসব ওয়েবসাইট গুলো তৈরি করা হয়, সেগুলোতে কার্ট এর একটা আলাদা অপশন থাকে।

পাশাপাশি গ্রাহক লগইন এরও অপশন থাকে যাতে করে সেলার এর কাছে পর্যাপ্ত তথ্য থাকে গ্রাহকের সম্পর্কে। তাই সবকিছু বিবেচনা করে ওয়েবসাইটটি বানানোর উদ্দেশ্য ও কৌশল খুজে বার করে এর পরে সেটি ডিজাইন শুরু করতে হবে।

বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন নিয়ে রিসার্চ করাঃ

এর পরের পদক্ষেপে বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট নিয়ে রিসার্চ করতে হবে। তাদের ডিজাইন গুলো দেখতে হবে। বর্তমানে যে ডিজাইন গুলো বিপুল জনপ্রিয় এমন একটি ডিজাইন খুজে সেটিকে আপনার ওয়েবসাইটের উদ্দেশের সাথে মিলিয়ে আপনার ওয়েবসাইট টি বানাতে হবে যাতে করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলা যায়।

কোডিং শেখা এবং এর সাহায্যে ওয়েবসাইট বানানোঃ

এখন কাজ হচ্ছে কোডিং শেখার। কোডিং শেখার কথা আমরা আগেই বলে এসেছি। আপনি HTML, CSS, JavaScript খুব ভালো ভাবে রপ্ত করবেন এরপরে আপনার ওয়েবসাইট টিতে কাজ করা শুরু করবেন। এই কোডিং শেখার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ইউটিউব ভিডিও বা আর্টিকেল সাহায্য করতে পারেন।

বাজারে অনেক বই আছে কোডিং নিয়ে। আপনি চাইলে সেগুলো পড়েও কোডিং শিখতে পারেন। আবার খুব সহজে ওয়েব ডিজাইন কোর্স করেও কোডিং শিখতে পারেন। কোডিং শিখে একটি ওয়েবসাইট মোটামুটি ভাবে তৈরি করে ফেলতে পারবেন। এখন কোডিং বাদেও বিভিন্ন ওয়েবসাইট বিল্ডার এর সাহায্যেও খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন।

ওয়েবসাইটটি নিজের মতো করে সাজানোঃ

একবার ওয়েবসাইট টি বানানো হয়ে গেলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে এডভান্স প্রোগ্রামিং ভাষা যেমন JavaScript এর কাজ অনেক। এছাড়া আপনি চাইলে বিভিন্ন ফ্রি থিমও ব্যবহার করতে পারেন ওয়েবসাইটটি সাজানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে কোডিং এর তেমন কোনো ঝামেলা থাকেনা। শুধু জিপ ফাইল টা একটি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার লোকাল সার্ভারে আপলোড করে ইন্সটল করে ফেললেই হয়ে গেলো। আবার পরবর্তীতে যদি কোনো কাস্টমাইজেশন দরকার পরে, আপনি খুব সহজেই CSS ও JavaScript ব্যবহার করে সেটা করে ফেলতে পারবেন।

শেষ কথাঃ

এভাবেই মূলত ওয়েব ডিজাইন করতে হয়। এর পরে শুধু কন্টেন্ট আপলোড করলেই আপনি পেয়ে যাবেন প্রোফেসনাল একটি ওয়েবসাইট। যাহোক, এই আর্টিকেল টিতে আমরা একটি ওয়েবসাইট বানানোও থেকে শুরু করে ওয়েব ডিজাইনের সকল কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর এর লেখাটি থেকে পেয়ে গেছেন। এখনও যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন।  

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post