নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১

আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা নগদ হলো বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম। যেখানে খুব কম টাকায় ক্যাশ আউট করা যায় এবং নগদে অনেক ভালো ভালো ক্যাশ ব্যাক অফার রয়েছে।

যাইহোক এই পোষ্টটিতে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১ সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো। তাই এই গুরুত্বপূর্ণ পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পরবেন। তো প্রতিবারের মতো আপনারা দেখছেন ODVUT 10. চলুন শুরু করি।

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১

নগদ একাউন্ট দেখার ২টি উপায়

তো বন্ধুরা অন্যান্য মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম যেমন বিকাশ, রকেট ইত্যাদি এর মতো বাংলাদেশের ডিজিটাল মোবাইল ব্যাংকি নগদ এর ও ২টি নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১ রয়েছে। তো এই দুটি উপায়। যেমন:


  1. কোড ডায়েল করার মাধ্যমে একাউন্ট দেখা
  2. নগদ অ্যাপ এর মাধ্যমে একাউন্ট দেখা


তো আজকের এই পোষ্টটে আমরা এই ২টি নগদ একাউন্ট দেখার পদ্ধতি নিয়েই বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ। সর্ব প্রথমে আমরা কোড ডায়েল করার মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম দেখব। এবং সর্বশেষে নগদ একাউন্ট দেখার নিয়ম জনবো নগদ অ্যাপস এর মাধ্যমে। তো চলুন আমরা একে একে প্রক্রিয়াগুলো দেখে নেই।


জেনে নিন নগদ একাউন্ট দেখার কোড ২০২১

কোড ব্যাবহার করে নগদ একাউন্ট দেখার উপায়

এখন আপনি ঘরে বসেই শুধুমাত্র কোড দিয়েই আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন খুব সহজেই। তাই নগদ একাউন্ট দেখার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ডায়েল প্যাডে গিয়ে ডায়েল করতে হবে *167# এবং এই কোডটি ডায়েল করার পর আপনার সামনে নতুন একটি পপ আপ পেজ ওপেন হবে। তারপর My Nagad অপশনে প্রবেশ করতে হবে।

তাই My Nagad অপশনে প্রবেশ করার জন্য আপনাকে 7 লিখে Send বাটনে ক্লিক করতে হবে। এবং My Nagad এ প্রবেশ করার পর আপনাকে Balance Enquiry অপশনে যেতে হবে। তার জন্য 1 টাইপ করে আবারও Send বাটনে ক্লিক করুন। এরপর আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার টি টাইপ করুন, এবার সর্বশেষ বারের মতো Send বাটনে ক্লিক করুন। সেন্ড বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার নগদ একাউন্ট এর ব্যালন্স দেখানো হবে। তো এটাই হলো কোড দিয়ে নগদ একাউন্ট দেখার উপায়।


অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১

যদি আপনি উপরের দেওয়া প্রক্রিয়াটি না বুঝে থাকেন অর্থাৎ আপনি শর্টকাট করে নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে চান তাহলে আপনি নগদ অ্যাপ দিয়ে খুব সহজে এবং অল্প সময়েই নগদ একাউন্ট দেখার উপায় জানতে পারবেন। অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার উপায় জানতে নিচে দেয়া প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে।

 

প্রথমে আপনাকে নগদ মোবাইল অ্যাপটি ইনস্টল বা ডাউনলোড করতে হবে। তারপর আপনার ইনফরমেশন যেমন নগদ একাউন্ট নাম্বার এবং নগদ একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিতে হবে। তারপর আপনি নগদের মোবাইল অ্যাপ এর হোমপেজে চলে আসবেন।

এবং হোমপেজে আসার পর সবার উপরেই আপনি একটা অপশন দেখতে পারবেন। সেটা হলো : "Tap For Balance" আপনাকে শুধু ওই ট্যাপ ফর ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর সাথে সাথেই ওইখানেই আপনি আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পারবেন। এইটাই হলো মোবাইল অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১।

সর্বশেষে নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১ এর বিষয়ে।

আশাকরি আজকের এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে এসেছে। হয়তো এই পোস্টের মাধ্যমে আপনি নগদ একাউন্ট দেখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।

যদি পোস্টটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো সর্বশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post