সেরা শিক্ষামূলক উক্তিগুলো দেখে নিন। ২০২১

সেরা শিক্ষামূলক উক্তি ২০২১

যদি আপনি খুজে থাকেন : শিক্ষামূলক উক্তি তাহলে আমি বলব আপনি সঠিক যায়গায় আছেন। কারণ আজকের এই পোস্টে আমরা দেখে নিব বাছাই করা সেরা ও বিখ্যাত কিছু শিক্ষামূলক উক্তি এবং বানী। তো চলুন শুরু করা যাক।

মানুষ মাত্রই ভুল। কিন্তু মানুষের অর্থাৎ আমাদের জীবনে সব কিছুর সাথেই প্রতিযোগিতা করতে হয়। সেখানেই যদি আপনি ভুল করে পিছিয়ে পরেন তাহলে আপনার উচিত অন্যের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া।

তাই আজকের পোস্টে আমরা নিয়ে এসেছি সেরা কিছু শিক্ষামূলক উক্তি। যা আপনার জীবনকে বদলে দিতে পারে। তো চলুন এবার দেখে নেই।

আরো দেখুনঃ

দেখছেন শিক্ষামূলক উক্তি ২০২১

শিক্ষামূলক উক্তি

শিক্ষামূলক উক্তি।

শিক্ষামূলক উক্তির লিষ্ট থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন, এবং বিশ্বাস রাখতে পারি যে শিক্ষামূলক উক্তি গুলো জীবন বদলাতে সাহায্য করবে।

তো বন্ধুরা নিম্মে প্রদত্ত শিক্ষামূলক উক্তি গুলো দেখতে ভুলবেন না তো চলুন দেখে নেই উক্তির লিষ্ট গুলো।

#1 : আজ তুমি যেখানে আছো,
সেটা তোমার অতীতের কর্মফল।
কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে,
সেটা তোমার আজকের কর্মফল

#2 : সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে
কাজ করো,
তাহলেই সফলতা পাবে।

#3 : যতক্ষন পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে,
ততক্ষন পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না।

#4 : যেখানে পরিশ্রম নেই
সেখানে সাফল্যতাও নেই।

#5 : কপালে সুখ লেখা না থাকলে
সে কপাল পাথরে ঠুকে লাভ নেই।
এতে কপাল ফোলে,
ভাগ্য খোলে না!

#6 : বিশ্বাস লাইফকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস লাইফকে দুর্বিসহ করে তোলে।

#7 : “ঘৃণার শক্তি অপেক্ষা…
প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান।”

#8 : কখনই নিজেকে কারো কাছে এতটাও ছোট করে দিও না,
যে তার কাছে তোমার গুরুত্বটাই কমে যায়…

#9 : টাকায় ভরা হাতটার চেয়ে,
বিশ্বাসে ভরা হাতটা
অনেক বেশি দামি।

#10 : আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়
তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।

#11 : আনন্দকে ভাগ করলে
২টি জিনিস পাওয়া যায়,
একটি হচ্ছে জ্ঞান এবং
অপরটি হচ্ছে প্রেম

#12 : যতক্ষন পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে,
ততক্ষন পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না।

#13 : আমরা মানুষকে বেশি দাম দিতে গিয়ে,
নিজের দাম কমিয়ে ফেলি।

#14 : জ্ঞানী হও,
তবে অহংকারী হয়ো না।

#15 : সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো!
আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন।

#16 : “মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।”

#17 : “সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন,
এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল।
দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন”

#18 : রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবেন না।
এবং আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিবেন না।

#19 : “ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।”

#20 : “সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে”

#21 : “নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই।”

#22 : সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো!
আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন।

#23 : “স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে।”

#24 : “নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে।”

#25 : “সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে”

#26 : “আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না”

#27 : “জীবন একটি কঠিন খেলা।
ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার
ধরে রাখার মাধ্যমেই
শুধুমাত্র তুমি সেখানে
জয়ী হতে পারবে।”

#28 : “শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না,
আসে মনের বলের মাধ্যমে।”

#29 : “দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম।”

#30 : কখনই নিজেকে কারো কাছে এতটাও ছোট করে দিও না,
যে তার কাছে তোমার গুরুত্বটাই কমে যায়…

আশাকরি আপনাদের আজকের এই শিক্ষামূলক উক্তিগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ
Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post