বিপিএল ২য় ম্যাচে খুলনা টাইর্গাস এর মুখোমুখি হয় মিনিস্টার গ্রুফ ঢাকা ২০২২

২য় ম্যাচ খেলার জন্য  খুলনা টাইর্গাস এর অধিনায়ক মুশফিকুর রহিম এবং মিনিস্টার গ্রুফ এর অধিনায়ক টসে জিতে ব্যাটিং করার সীদ্ধান্তটা নেয়। এবং ওপেনিং এ তামিম ইকবাল এর ৫০ রান করেন। তারপর তিনি আর রান সংগ্রহ করতে পারেন নি। 


তারপর হার্ট হিটার ব্যাটার রাসেল আসলেও রান আউট হয়ে যান। এই রান আউটটা মেনে নেওয়ার মতো নায়। কারণ রাসেল থাকলে মিনিস্টার ঢাকার রানের গতি হয়ত বাড়তে পারত। মিনিস্টার গ্রুফ ঢাকা তারা ব্যাটিং করে খুলনা টাইর্গাস কে টার্গেট দেয় ১৭৬। মুশফিকুর রহিম তারা তাদের দল জয়লাভ করতে হলে ১৭৬ রান সংগ্রহ করতে হবে। 




আর এই লক্ষ্য নিয়ে খুলনা টাইর্গাস এর ওপেনার ব্যাটিং করতে নেমে রনি তালুকদার আর ইয়াসির রাব্ব  ভালো একটা ইনিংস খেলে দলকে জয়ের সম্ভাবনা পথ দেখালেন। ইয়াসির রাব্বি ভালো ব্যাটিং করলেও পরে তিনি আউট হয়ে সাঁজঘরে ফিরেন। খুলনা টাইর্গাস ৫ উইকেট হারিয়ে তারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পেরে আনন্দ। 



মুশফিকুর রহিম এর দল ১৭৬ রান সংগ্রহ করে জয়লাভ করে। এবং ঢাকা মিনিস্টার গ্রুফ এর অধিনায়ক মাহমুদউল্লাহ দল তাদের বোলিং একসনটা ভালো ছিল না যদি তারা ভালো বলিং করতে পারত তাহলে হয়ত খুলনা টাইর্গাস জয়লাভ করতে পারত না। যা হবার ত খেলার মাঠে হয়েছে শুরুটা জয়লাভ দিয়ে শুরু করল খুলনা টাইর্গাস। মিনিস্টার ঢাকার টিমটা আসলে অনেক শক্তিশালী টিম বললেই চলে তারা তাদের সেরাটা দিয়ে খেলতে না পারার কারণে পরাস্ত হয় বিপক্ষে দলের সাথে।

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post