২০২২ - সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট বাংলা ২য় পত্র

বিতরকৃত এসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের জন্য প্রদান গ্রহণ স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 



বাংলা ২য় পত্র এসাইনমেন্ট সকল উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ভালো ভালো সব প্রশ্ন উত্তর আমরা দিয়ে থাকি। এসাইনমেন্ট বাংলা ২য় পত্র আমরা সাধারণত জানি কিছু ব্যাকরণ রয়েছে। পত্র দরখাস্ত ভাবসম্প্রসারণ এবং রচনা দিয়ে শুরু হয় বাংলা ২য় পত্র। তার মধ্যে আমর  সকলেই পরিকল্পনা করেছি কিছু এসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে। তাদের কিছু প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করতে পারলে তাদের সহজ উপায় হবে। বাংলা ২য় পত্র এমন একটি বিষয় যেখানে কম পড়ালেখা করে পাশ করা যায় এমন বিষয়বস্তু তুলে ধরা হলো। 




বিষয়বস্তুঃ প্রথম অধ্যায়ঃ পাঠ ১ঃ ভাষার পরিচয়। 

পাঠ ২ঃ সাধু ও চলিত রীতির পার্থক্য। 

পাঠ ৩ঃ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। 



দ্বিতীয় অধ্যায়ঃ পাঠ ১ঃ ধ্বনি ও বর্ণ। 

পাঠ ২ঃ স্বরধ্বনি ও স্বরবর্ণ। 

পাঠ ৩ঃ ধ্বনি পরিবর্তন। 

তৃতীয় অধ্যায়ঃ পাঠ ১ঃ সন্ধি। 

পাঠ ২ঃ বিসর্গসন্ধি। 

চতুর্থ অধ্যায়ঃ পাঠ ১ঃ শব্দ ও পদ। 

পাঠ ২ঃ বিশেষণ। 

অধ্যায় ৫ঃ ক্রিয়াপদ। 

পাঠ ২ঃ ক্রিয়ামূল বা ধাতু।

অষ্টম অধ্যায়ঃ বানান। 

একাদশ অধ্যায়ঃ অনুবাদ। 

দ্বাদশ অধ্যায়ঃ অনুধাবন দক্ষতা।

ত্রয়োদশ  অধ্যায়ঃ সারাংশ ও সারমর্ম লিখন। 

চতুর্দশ অধ্যায়ঃ অনুচ্ছেদ রচনা। 

পঞ্চদশ অধ্যায়ঃ ভাবসম্প্রসারণ। 

ষোড়শ অধ্যায়ঃ পত্রলিখন।  

সপ্তদশ অধ্যায়ঃ রচনা  

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post