মাতৃভাষা ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা - ছন্দ - এসএমএস - উক্তি - ২০২২।

 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি যে বিজয় নিশান। 

প্রয়োজনে আবার রক্ত দিবো ঠেলে, 

বজায় রাখতে বিজয়ের মান। 

মোদের দেহে থাকতে রক্ত, বিথা যাবেনা, 

শহীদের দান। আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 


ভালো লাগার ভাষা, 

ভালোভাসার ভাষা, 

প্রাণের ভাষা, 

মনের ভাষা, 

পরিচিতির ভাষা, 

সুখ-দুঃখের ভাষা, 

মিলনের ভাষা,

বিরহের ভাষা, 

ঠোঁটের ভাষা, 

ঠোঁটের হাসির ভাষা, 

চোখের জলের ভাষা, 

চির স্মৃতির ভাষা, 

বেঁচে থাকার ভাষা, 

গর্বের ভাষা, 

প্রতিবাদের ভাষা, 

মাতৃভাষা, 

আমার বাংলা ভাষা, 

মাতৃভাষা ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা। 



যাদের চরণে ফুলের শ্রদ্ধা, 

তাঁদের কর্মে কেবলই অবজ্ঞা? 

এই বুঝি নতুন প্রজন্মের, 

শ্রদ্ধাবোধের শিক্ষা, 

ও ভাষা শহীদ সালাম, রফিক ভাই, 

তোমাদের তরে করজোড়ে নিবেদন, 

বাংলার মান পারিনি রাখতে, 

ক্ষমা করো আমাদের। 


একুশ মানেই বুঝি কেবল, 

খালি পায়ে প্রভাতফেরি হেঁটে, 

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ?


টিক টাক শব্দে মুঠোফোনে তবে কেন মুখরিত? 

লোক দেখানো নজরকাড়া ছবি, 

শ্রদ্ধাভরে উচ্চস্বরে বাজে হিন্দি গান, 

তরুণ তরুণী তখন হাত পা ছুড়ে, 

কেবল উদ্ভট নৃত্য ব্যস্ত! 


এই বুঝি তবে একুশের শ্রদ্ধা জ্ঞাপন, 

বাংলিশ শব্দে চলে ক্ষুদে বার্তা, 

কথায় কথায় ইংরেজি শব্দের ফুলঝরি, 

বাংলা বলে নিম্নমানের মানুষেরা, 

আমরা তো গর্বিত পশ্চিমা অনুসারী। 

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post