ভাষা দিবসের শুভেচ্ছা, উক্তি - ২০২২

 রবি ঠাকুরের কবিতা পড়ি 

জয় গোস্বামীকে খুব জানি, 

মধুসূদন? বেজায় শক্ত! 

বঙ্কিমটা!  জোগাড় করি। 


লাইক শেয়ার গুনছি বসে

নতুন কবি ফেসবুকেতে,

৫০০ কমেন্ট পূর্ণ হল!! 

আমি কবি, কেল্লাফতে। 


নারীবাদী, পুরুষবাদী 

বাংলা লিখি, বাংলা বলি 

মুখ ফসকে প্রিয় জায়গা, 

সুইজারল্যান্ড ই বলে ফেলি। 


আজ ত আবার ভাষা দিবস 

৫০০ র রেকর্ড ভাঙতে হবে, 

গুগল খুলে চেকিং নিডেড 

হয়েছিলটা কি ২১শে ফেবে? 



দীর্ঘ সংগ্রামের অর্জিত হইলে তুমি ২১ শে ফেব্রুয়ারি, 

মিলিয়াছে মাতৃভাষায় কথা বলিবার স্ব--স্বাধীনতা। 

প্রত্যাশা প্রাণে শূন্য পদে হন্টন করিবার উদ্বিগ্নতায়, 

নিদ্রাহীন এই দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার আকুলতা। 


যারা বক্ষভেদী ছিনিয়ালইছে হৃদয়া-

নলীনের বিশুদ্ধ রূধিরে শণিত, সখা 

তেমারি অন্তরঙ্গ প্রণয়ের কথাখানি। 

যে ভাষায় মিত্রতা মিলিয়াছে অজশ্র কোটি কোটি হৃদয়ান্তরের ছড়াইয়া দাও এ মাতৃভূমির বাংলাভাষা খানি কে...


বাংলা আবার ভাষা নাকি, নেই 

কোনও চার্ম বেঙলিতে 

সহজ সরল এই কথাটা লজ্জা, 

কীসের মেনে নিতে?

ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক, 

হিন্দি সুইট সায়েন্টিফিক, 

বেঙলি ইজ গ্লামারলেস, ওর

প্লেস এদের পাশে না। 


তুমি না থাকলে শব্দগুলো কোথায় পেত? বাসা..

তোমাকে ছাড়া স্তব্ধ হতো...আমার কাঁদা, হাসা...

তোমায় নিয়ে আকুল অভিমান। তুমুল ভালোবাসা..

তুমি মাতৃ রূপে সংস্থিতা...আমার ভালভাষা। 


শুধুমাত্র একদিন নয়, তোমার প্রতি ভালোবাসা বারোমাস... 

তোমার জন্য শহীদের রক্তক্ষরণ, কালজ্বয়ী  ইতিহাস,, 

বাংলা তুমি শুধুমাত্র ভাষা নও, আবেগের আরেক নাম। 


বুকের রক্ত মুখে তুলে যারা মরে 

ওপারে ঢাকায় এপারের শিলচরে..

তারা ভালোবাসা- বাংলাভাষার জুড়ি..

উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি। 

Jonny Richards

Templateify is a site where you find unique and professional blogger templates, Improve your blog now for free.

↪️ স্প্যামিং থেকে বিরত থাকুন ↩️

Post a Comment (0)
Previous Post Next Post